কী লিখি আর কেন লিখি? এ এক প্রশ্ন বটে! প্রথমে ভাবতাম, লিখি যখন কিছু বলার থাকে। তারপর দেখলাম, এটা ঠিক হচ্ছে না। লেখার কারণ এত পাতি হতেই পারেনা। যা বলা যায় না, ঠিক বোঝাও যায় না, তাই লিখে সহজ করে ফেলার চেষ্টা করি। অনেক সময় শব্দ কম পড়ে, তখন ছবির সাহায্য নিই। আমার লেখার চেষ্টাটা, ওই ধরুন চাঁদে যাওয়ার মতো। কিছুটা ট্রেনে, কিছুটা গাড়িতে, কিছুটা সাইকেলে, কিছুটা হেঁটে গিয়েও দেখি চাঁদ, চাঁদের জায়গায়! আমি দারুণ হাঁপাচ্ছি। কেন লিখি বোঝা গেল না তো! আমিও বুঝি না।