Avatar
Avatar

মায়ের পেটের ভিতর শুয়ে বসে আর সবার মতো আমিও জ্ঞানচর্চাই করতাম।
শূন্য জ্ঞানের মন্ত্র আওড়ে সুখেই দিন কাটছিল। বাইরে আসার ইচ্ছে ছিল না!
কিন্তু কেউ শুনল না। ফরসেপ দিয়ে জোর করে টেনে বের করল।
আমি চিৎকার করে বললাম, না! ওরা শুনল, ওঁয়া!