গোটা দুপুর একবার কাক ডাকছে, একবার কোকিল। কান খাড়া করে, মন দিয়ে শুনেও কে ভালো ডাকে কিছুতেই বুঝতে পারিনি! এমনই আহাম্মক!
কাকও ভালো, কোকিলও ভালো।
সবচেয়ে ভালো ঝুলে থাকা।