Avatar
Avatar

সমস্যা হল কিছু পরে। শব্দ চিনতে বড়ো অসুবিধা। শব্দের তফাত করতে পারি না। জুতোর ফিতে বাঁধতে পারি না। রিডিং পড়তে গেলে ঘাম ছুটে যায়। গুছিয়ে চটপট কথা বলতে পারি না। স্কুলে জানা প্রশ্নের উত্তর না দিয়ে বোবা হয়ে থাকি। স্কেলের সপাসপ ঘা খেয়ে গলা ছেড়ে কাঁদি না। টিফিন টাইমে হাসি না। আত্মীয়স্বজনের চিন্তার শেষ নেই। উৎকট ডিসলেক্সিয়া নিয়ে বেচারা কী করবে!

কী জানি!

বড়ো হয়ে
কী হবে!

ঠিক আমার
মনের কথা!