Avatar
Avatar

বাবা অনেক ছবি তুলেছিল, একটা আগফা ক্লিক থ্রি ক্যামেরায়। ঠাকুমা ছেড়ে আসা দেশের গল্প শুনিয়েছিল। ধলেশ্বরী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদী দিয়ে দিয়ে ঘিরে রাখা এক আশ্চর্য দেশের গল্প। বাবা তখনও জানত না, সেই শখের ক্যামেরা একদিন আমার হাতেই ধ্বংস হবে। ঠাকুমাও জানত না, সেই গল্প আমার মনে থাকবে।